নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী ভাঙ্গনে তীর সংরক্ষণ প্রকল্প উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভাঙ্গনের কবল থেকে মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে নলচিরা নৌঘাট এলাকায় নদীতে জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণ প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌউস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ওয়ালি উল্লাহ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোরশেদ, পৌর মেয়র একেএম ইউছুফ আলী।

সংশ্লিষ্টরা জনিয়েছেন, বর্ষার আগে মেঘনা নদীর অব্যাহত ভাঙনের কবল থেকে নদীর তীর সংরক্ষণের লক্ষে ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় মেঘনা নদীর তীরে ২৫০ কেজি ওজনের ৮ হাজার ২শ ৮৮টি জিও ব্যাগ ফেলা হবে। পরবর্তীতে নদীতে ব্লক ফেলে স্থায়ীভাবে ভাঙনের কবল থেকে হাতিয়াকে রক্ষার উদ্যোগ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা