নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওয়াজ মাহফিলে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন, মুঈনুল উলূম মাদ্রাসার সুপারিনটেন্ড মোসলে উদ্দিন ও মাহফিল এন্তেজামিয়া কমিটির সেক্রেটারী নুরনবী লিটন। তঁরা প্রতিপক্ষের বিরুদ্ধে নিজ নিজ সমর্থকের ওপর হামলার অভিযোগ এনেছেন। এ নিয়ে খবর পেয়ে তাৎক্ষণিক কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার রাত পৌনে বারটায় উপজেলা সিরাজপুর ইউনিয়নের কামলারপুল এলাকাবাসী ও যুবসংঘের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজপুর ইউপির ২নং খাঁরগো বাড়ির সামছুল হকের ছেলে ইসমাইল হোসেন (৩৫) আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়,মাহফিলের প্রধান বক্তা শাইখ ড.মুফতী ইমাম হোসাইন নামাজের মাসআলা সম্পর্কে আহলে হাদীস মতে বর্ণনা করেন। পরে পাশের মুঈনুল উলূম মাদ্রাসার কয়েকজন হুজুর প্রধান বক্তার আহলে হাদীসের ব্যাখ্যা ভুল দাবি করে এবং মাহফিল এন্তেজামিয়া কমিটির উপদেষ্টা আবুল কালাম’র পূর্ব অনুমতি সাপেক্ষে প্রধান বক্তার সাথে ব্যাখ্যাকৃত নামাজের মাসআলা সম্বন্ধে আলোচনা করতে মাহফিলের মঞ্চে গেলে পাল্টাপাল্টি হামলার এ ঘটনা ঘটে। মাহফিল এন্তেজামিয়া কমিটির সেক্রেটারী, নুরনবী লিটন দাবি করেন হাদীস নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে সংঘর্ষে তাদের একজন আহত হয়েছেন। অপরদিকে, মুঈনুল উলূম মাদ্রাসার সুপারিনটেন্ড মোসলে উদ্দিন দাবি করেন, আলোচনা করতে গিয়ে,আমরা হামলার শিকার হই এবং কতিপয় ব্যক্তি আমাদের মাদ্রাসায়ও হামলা করে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান জানান, ওয়াজ মাহফিলের বক্তার উপর হামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবস্থার আলোকে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।
Leave a Reply