নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালীর কোম্পানীগঞ্জে অমর একুশে ও স্বাধীনতা মেলা ২০১৯ উদ্ভোধন করা হয়েছে।
বুধবার বিকেল ৪টায় কোম্পানীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা’র সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জান, বিশিষ্ট সাস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম চৌধুরী, শহীদ উদ্দিন বাবুল, মেলার প্রধান সমন্বয়ক ও বসুরহাট পৌরসভা আ’লীগের সভাপতি রেয়াজুল হক লিটন, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম সারোয়ার, কাউন্সিলর হারুনুর রশীদ শাহেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি, সাংবাদিক হাসান ইমাম রাসেল, সাংবাদিক গিয়াস উদ্দিন রনি, সাংবাদিক শরফুউদ্দিন শাহীন,পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি শওকত আজিম জাবেদ,বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি শাহফরহাদ লিংকন , কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ প্রমূখ।
মেলার প্রধান সমন্বয়ক জানান, ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একুশ ও স্বাধীনতার চেতনাকে যথাযথ মর্যাদায় সর্বস্তরের মানুষের নিকট তুলে ধরার লক্ষে দশদিন ব্যাপী অমর একুশ ও স্বাধীনতা মেলার এ আয়োজন।
Leave a Reply