নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী সেচ্ছাসেবক দলের নেতা শামসুদ্দিন হায়দারকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শামসুদ্দিন হায়দার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত মুন্সি মিয়ার ছেলে। পুলিশ জানায়, দুপুরে উপজেলা পরিষদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন সময় ভাঙচুর ও অগ্নিকান্ডের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী শামসুদ্দিন হায়দারকে গ্রেফতার করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শামসুদ্দিন হায়দারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply