নবীন,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী চৌমুহনী সরকারী কলেজের প্রায়ত অধ্যক্ষের স্বরন সভা পালন করে এলামনাই এসোসিয়েশন।প্রিয় প্রাঙ্গনে- প্রীতির বন্ধনে এই স্লোগানে নোয়াখালী চৌমুহনী সরকারী এস এ কলেজের এলামনাই এসোসিয়েশনের এক ঝাঁক প্রাক্তন শিক্ষার্থীদের মহা মিলন মেলার যাত্রা শুরু হয়। তারই ধারাবাকিতায় চৌমুহনী সরকারী এসএ কলেজের অধ্যক্ষ প্রায়ত তোফাজ্জল হোসেন স্বরণে এবং স্বাধীনতার সূবর্ন জয়ন্তী ও আলোচনা সহ নানান কর্মসুচী পালিত হয়।
প্রায়ত তোফাজ্জল হোসেন স্যারের পরিবারের সদস্যদের সাথে নিয়ে সকালে এসএ কলেজের অধ্যক্ষ আবুল বাসার এসোসিয়েশনর নেতৃবৃন্দের পুষ্প মাল্য অর্পন- স্মৃতি চারন, পুরষ্কার বিতরন এবং এলামনাই এসোসিয়েশনের সঞ্চালক ত্রয়ী তুলতুলের একক সংগীত পরিবেশনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে বিভিন্ন শ্রেনী পেশায় কর্মরত কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply