নবীন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দূরপাল্লার গণপরিবহনের দুস্থ ও অসহায় শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনাকালে রমজানের শুভেচ্ছা উপহার বিতরণ করেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল।
প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ছোলা, পেয়াজ, আলু এবং ১ কেজি করে সয়াবিন তেল দেওয়া হয়।
মঙ্গলবার পৌরসভা চত্তরে মেয়র শহিদ উল্যাহ খান সোহেল বাস, ট্রাক ও অটোরিকশার চালক, সহকারী ও শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় মেয়র শহিদ উল্যাহ খান সোহেল জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের ফলে নোয়াখালী পৌর এলাকার শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে তাদেরকে পৌরসভার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। লকডাউন যতদিন থাকবে ততদিন ধাপে ধাপে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply