নোয়াখালী প্রতিনিধি:বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের নোয়াখালী ভেন্যুতে আজ শুক্রবার ইসমাইল বাঙ্গুরার হ্যাটট্রিকের সুবাধে ঢাকা রহমতগঞ্জ ক্লাবকে ৫-২ গোলে পরাজিত করে নোফেল স্পোটিং ক্লাব।
খেলার শুরুর তিন মিটিনের মাথায় রহমতগঞ্জের ফুরকাতের ফ্রি কিক শর্ট নোফেলের জালে আশ্রয় নেয়। ৫ মিনিটের সময় রহমতগঞ্জের ডিবক্সের ভিতরে ঝটলা থেকে নোফেলের কামরুল গোল করে সমতা আনেন। ৩৫ মিনিটের সময় ইসমাইল বাঙ্গুরার নিজের প্রথম ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। ৪৩ মিনিটের সময় বাঙ্গুরা আবারও গোল করে দলকে এগিয়ে নেন ৩-১।
প্রথমার্ধের অতিরিক্ত মিনিটের সময় রহমতগঞ্জের ল্যান্ডিংএর গোল অপসাইটের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে রহমতগঞ্জের সোহেল হেড করে গোল করলে ৩-২ হয়। ৫৫ মিনিটের সময় নোফেলের জমিরের দুরপাল্লার শর্ট রহমতগঞ্জের গোল রক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ায় ৪-১। ৬৫ মিনিটের সময় বাঙ্গুরা গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে। ফলে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নোফেল।
Leave a Reply