নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রেমে প্রতারিত হয়ে বকুল(১৪) নামের এক কিশোরীর গলায় ফাঁসি দিয়ে আত্ম হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মৃত বকুল বেগম একই গ্রামের শাহারাজ নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিলো।
মৃত বকুল বেগম(১৪) বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের দিন মজুর মোঃ নুরুল ইসলামের মেয়ে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার সময় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের ইছা আলী গো বাড়ীতে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বকুল বেগম (১৪) একই গ্রামের মোয়াজ্জম হোসেনের ছেলে মোঃ শাহারাজের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। শাহারাজ উদ্দিন (২০) তাকে বিয়ে করার প্রলোভন দিয়ে গত ৩ মাস আগে বকুলের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বকুল বেগম ৩ মাসের অন্তঃস্বত্তা হলে তার পরিবারের পক্ষ থেকে শাহারাজকে বিয়ে করার জন্য চাপ দেয়। সে বিয়ে করবে বলে সময় নষ্ট করায় বকুলের বাবা মা স্থানীয় আকতার মেম্বারকে বিষয়টি জানায়। আকতার মেম্বার শাহারাজের সাথে এ ব্যাপারে কথা বলে বিষয়টি সমাধান করবে বলে বকুলের পরিবারকে আশ্বাস দেয়। কিন্তু পরে আক্তার মেম্বার স্থানীয় মাস্টার সর্দ্দারের ছেলে মোঃ দুলালের মাধ্যস্থতায় শাহারাজ থেকে অনৈতিক সুবিধা নিয়ে চুপ থাকে।
এদিকে শাহারাজ উদ্দিন গত ৪দিন আগে আরেক মেয়েকে সামাজিক ভাবে বিয়ে করে। বিষয়টি বকুল জানতে পেরে রাগে ক্ষোভে গতকাল গভীর রাতে নিজ গায়ের ওড়না গলায় জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের জানান, আমি ঘটনাটি শুনেছি ও স্থানীয় পুলিশ ফাঁড়ির আইসি মোঃ নাজির আহম্মেদকে বকুল বেগমের মৃত দেহ উদ্ধার করে ঘটনার সাথে জড়িত সকলের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছি।
Leave a Reply