নোয়াখালী ২২ জুন পাঁচ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে

নোয়াখালী প্রতিনিধি :আগামী ২২জন নোয়াখালীতে পাঁচ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ক্যাপসুল।

বৃহস্পতিবার বিকাল ৫টায় নিজ সভা কক্ষে জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ সময় স্লাইড উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আহমেদ। উপস্থিত ছিলেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ অনেকে।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন বলেন, শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোতে মোট ২ হাজার ২৮৭টি কেন্দ্রে মাঠকর্মীসহ ৫ হাজার ৩৭৮জন কর্মরত থাকবেন। ক্যাম্পেইন চলাকালীন কিছু মানুষ ক্যাপসুল নিয়ে প্রপাকান্ডা ছড়ানোর চেষ্টা করে। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি সাধারণ মানুষের জানানোর এবং ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোতে যে কোনো ধরণের অনিয়ম প্রতিহত করতে সিভিল সার্জনকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে সকলকে অস্থায়ী ও স্থায়ী ক্যাম্পে এসে শিশুদের সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোতে সহযোগিতা করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা