-
- জাতীয়
- নৌকা প্রতীক নিয়ে আপনার কাছে এসেছি,নিরাশ করবেননা- ডা: মুশফিক চৌধুরী
- আপডেট টাইম : December, 8, 2023, 10:30 pm
- 69 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ – বাহুবল আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ডা: মুশফিক হোসেন চৌধুরী বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। জীবন সায়াহ্নে এসে আপনাদের পাশে থেকে নবীগঞ্জ – বাহুবলবাসীর উন্নয়নে কাজ করতে চাই। তিনি বলেন জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। জেলার প্রতিটি থানা,ইউনিয়ন ও ওয়ার্ডে উন্নয়ন করেছি। সংসদ সদস্য নির্বাচিত হলে নবীগঞ্জ ও বাহুবলকে মডেল উপজেলায় রুপান্তর করবো। তিনি ৭ জানুয়ারী নির্বাচনে সকল দ্বিধাদ্বন্দ ভুলে ঐক্যবদ্ধভাবে ভোট দেয়ার জন্য আহবান জানান।
তিনি গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনা বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন আহমেদ বুলবুল ও এডভোকেট সুলতান মাহমুদ,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য ডা: নাজরা চৌধুরী,
নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ,যুগ্নসাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন,ওয়ার্ড আওয়ামীলীগের সবাপতি আব্দুল হাকিম,আব্দুর রশীদ,আনছার উদ্দিন,কাহের আহমেদ দীপু,সজলু মিয়া,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আলী হাসান লিটন,
যুবলীগের সাবেক সভাপতি আশাহীদ আলী আশা, ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান প্রমুখ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply