পিতার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা সিরাজ

বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা:সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মাত্র তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশগ্রহণ করলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম সিরাজ।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে তিনি সিলেট কারাগার থেকে বিশেষ পুলিশের প্রটোকলে নিজ বাড়ি বিশ্বনাথ পৌর শহরের পূর্ব চান্দশিরকাপন জামে মসজিদ প্রাঙ্গণে পৌঁছান। সেখানে জানাজায় অংশ নিয়ে বাবার বিদায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া চান।

দাফনের সময় আবেগঘন পরিবেশে পরিবারের সদস্য ও এলাকাবাসীর চোখে অশ্রু ধারা বইতে থাকে। পরে বিকেল ৩টার দিকে পঞ্চায়েতি কবরস্থানে বাবার দাফন সম্পন্ন হওয়ার পর সিরাজুল ইসলাম সিরাজকে পুনরায় সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

কারাগারে ফেরার পথে স্ত্রী, কন্যা ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজন একনজর দেখার জন্য এগিয়ে এলে সেখানে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্য। অশ্রুসিক্ত চোখে বিদায় জানান প্রিয়জনরা।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বিকেল সোয়া ৩টায় সিরাজুল ইসলাম সিরাজের পিতা ও পৌর শহরের পূর্ব চান্দশিরকাপন গ্রামের মরহুম রিয়াজ আলী (৯৫) বার্ধক্যজনিত কারণে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার ও এলাকাবাসীর ভাষায়— “সন্তান হয়েও বাবার জানাজায় অংশ নেওয়া তার জন্য যেমন গর্বের, তেমনি বেদনাময় মুহূর্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা