স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট শিল্পপতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা জাপার সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক আবারও দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুনুর এমপি’র সুপারিশক্রমে তাকে এ পদে মনোনীত করেন দলীয় চেয়ারম্যান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। এ দিকে আতিকুর রহমান আতিক আবারও প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় সিলেট ও তথা হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছ। তারা দলীয় চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং জাপা নেতা আতিকুর রহমান আতিককে শুভেছা ও অভিনন্দন জানিয়েছেন। জাপা নেতা আতিক বলেন-জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ৯ বছরের সফল রাষ্ট্র নায়ক মরহুম পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ আমাকে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করেছিলেন। আমি দীর্ঘদিন ধরে দলের প্রেসিডিয়াম সদস্যর দায়িত্ব পালন করছি। এখন আবার দলের বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের আমাকে পূর্ণরায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করেছেন। এ জন্য আমি দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরো বলেন-সকলের সহযাগিতা নিয়ে আমি বৃহত্তর সিলেট, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টিকে পূর্বের ন্যায় শক্তিশালী সংগঠন গড়ে তুলতে চাই। এ জন্য আমি সকলের দোয়া কামনা করছি।
Leave a Reply