নোয়াখালী প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো: জাহাঙ্গীর আলমকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি করায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার চাটখিল উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রল আনম সেলিম। চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম সামছুদ্দিন জেহান ও মাওলা জিয়াউল হক লিটন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল পৌর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান লিটন ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন। এছাড়া উপজেলা ছাত্রলীগ, যুুবলীগ, স্বেচ্চাসেবক লীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো: জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে উন্নয়নের যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমি তা করে যাবো।’
জেলা আওয়ামীলীগের সভাপতি খায়রল আনাম সেলিম বলেন, ‘জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী ভিশন বা¯তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
Leave a Reply