মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদীর গতিপথ বন্ধ করে অবৈধ্য পন্থায় মৎস্য স্বীকারের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৯ জন জেলের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ আফরোজ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
গত (২৯ মার্চ) সোমবার সকাল ১১টায় উপজেলা খয়েরবাড়ী বাজার সংলগ্ন যমুনা ব্রিজ সংলগ্ন ছোট যমুনা নদীতে উভয় পাশে গতিপথ আটকে এবং ইঞ্জিন চালিত মেশিন দিয়ে মৎস্য স্বীকার করার সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯৮৫ সালের মৎস্য সংরক্ষণ আইন দন্ডবিধি ৬ অনুয়ায়ী ৯ জন মৎস্য স্বীকারীকে জরিমানা আদায় এবং অবৈধ চারটি ইঞ্জিন জব্দ করেন উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মোছাঃ কানিজ আফরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া। এই অভিযানে আইন-শৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন ফুলবাড়ী থানা পুলিশ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ আফরোজ বলেন, এখানে ছোট যমুনা নদীতে কিছু মানুষ এসেছে তারা নদীতে অবৈধ ভাবে ইঞ্জিনে স্থাপন করে মাছ ধরার চেষ্টা করছিলো। যা মৎস্য স্বিকার আইন অনুযায়ী পরিপন্থি। আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে আমরা অভিযান করেছি, এখানে আমরা নয়জনকে পেয়েছি তাদের প্রত্যেকের কাছ থেকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করেছি এবং তাদের ব্যবহারিত অবৈধ চারটি ইঞ্জিন জব্দ করা হয়েছে।
জরিমানা প্রদানকারী জেলারা হচ্ছেন, মোঃ বকুল হোসেন (৩২), পিতা মৃত সাদেক আলী, গ্রাম খয়ের বাড়ি ডাঙ্গা, ফুলবাড়ী, মোঃ মঞ্জুরুল ইসলাম (২৮), পিতা মোঃ আব্দুস সালাম, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ। মোঃ সেলিম রেজা (৩০), পিতাঃ মোঃ মমতাজ আলী, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ। মোঃ সাজু (২৯), পিতা মোঃ সোহরাব আলী, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ, মোঃ রুবেল আহমেদ (২৯), পিতা মোঃ আনারুল ইসলাম, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ; মোঃ মাসুদ রানা (১৮), পিতা মোঃ মিজানুর রহমান, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ; মোঃ রিজভি, পিতা মোঃ রহমত আলী, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ; মোঃ আসিফ রায়হান (২১), পিতাঃ মোঃ আফজাল হোসেন, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ এবং মোঃ রিপন (২০), পিতা মোঃ সুলতান, গ্রাম বড়ক চুয়া (কুচদাহ ইউপি), থানা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর।
Leave a Reply