মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে::
দিনাজপুর ফুলবাড়ীতে জুয়া খেলার সময় উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ পাতিহার (৪৫) সহ ১০ জুয়াড়িকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
অটককৃত অন্যন্যরা হলেন খয়েরবাড়ী(ফকিরপাড়া) গ্রামের মকবুল হোসেনের পুত্র মতিয়ার রহমান(৪২),দৌলতপুর মধ্যমপাড়া গ্রামের আকু আকন্দ‘র পুত্র আবু মিয়া(৬০),খয়েরবাড়ী গ্রামের মোসলেমর পুত্র মোঃ মিজানুর রহমান(৪৭), দৌলতপুর হড়হড়িয়া গ্রামের মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃমহব্বত আলী(৩৫),দৌলতপুর হড়হড়িয়া গ্রামের মৃত তছলিম উদ্দিনের পুত্র মোঃ জুয়েল হোসেন(৩৫), দৌলতপুর হড়হড়িয়া গ্রামের মৃত: মছির উদ্দিন মন্ডলের পুত্র মহাসিন আলী(৫৫), দৌলতপুর হড়হড়িয়া গ্রামের মৃত: আব্দুল কুদ্দুসের পুত্র মোঃ আজিজুল হক(৪৫),খয়েরবাড়ী বাজার এলাকার গোপাল দাসের পুত্র দিলীপ দাস(৬৫), দৌলতপুর হড়হড়িয়া গ্রামের মৃত: আব্দুল কুদ্দুসের পুত্র মোঃ উজ্জ্বল হোসেন(৪৫)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান, গতরাত আনুমানিক ৩টায় এস আই রওশন, এস আই দেবিকান্ত, এস আই আলালসহ সঙ্গীয়ফোস টহলদল খয়েরবাড়ী বাজারস্থ মহব্বত আলীর গোড়াউন থেকে ইউপি সদস্য পাতিহারসহ ১০জনকে জুয়ার খেলার সময় আটক করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply