উত্তম কুমার পাল হিমেল:: নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদগাজী বলেছেন, হাজার বছরের স্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনই ছিল বাংলাদেশ স্বাধীনতার মুল প্রেরনা। সেই ভাষানেই উদ্বুদ্ধ হয়ে বাঙ্গালী জাতি একত্রিতভাবে মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এবং অর্জিত হয়েছিল কাংখিত স্বাধীনতা। বঙ্গবন্ধু আজীবর দেশের গরীব দুঃখী মেহনতী মানুষের কল্যানে কাজ করে গেছেন। আজ তাঁরই যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ উন্নয়নের অদম্য অগ্রযাত্রায়। বঙ্গবন্ধু আহবানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী অনেক সহযোগীতা করেছেন বলেই বাংলাদেশ মাত্র ৯ মাসের যুদ্ধেই পাকিস্তান হানাদারমুক্ত হয়েছিল। তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। তাই আমি নবীগঞ্জ বাহুবল বাসীর উন্নয়নে একজন সেবক হিসাবে কাজ করব। তিনি গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেরা পরিষদ মিলানায়তনে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের তাৎপর্য ও দেশের উন্নয়ন অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা মোঃ শাকিল আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,হবিগঞ্জ জেলা আওয়ামীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল,নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মৌলানা মাহবুবুর রহমান,গীতা পাঠ করেন নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল। আলোচনা সভার পুর্বে নের্তৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুস্পস্তবক অর্জন করেন। আলোচনা উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল,কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান ধর,প্রচার সম্পাদক আব্দুল কাদির, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদার,মুক্তিযুদ্ধা জালাল সিদ্দিকী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান,শাহ গুল আহমদ কাজল,হাবিবুর রহমান হাবিব,পৌর আওয়ামীলগের সভাপতি মুজাহিদ আহমদ,সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা,ওহি চৌধুরী,উপজেলা মহিলালীগের সভাপতি দিলানা হোসেন,সাধারন সম্পাদক ছৈইফা রহমান কাকলী, মেম্বার আব্দুল মুকিত,উপজেরা সেচ্ছাসেবকলীগ নেতা পিন্টু রায়,পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি ইকবাল হোসেন বেলাল,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমদ,উপজেলা ছাত্রলীগ নেতা মহিনুর রহমান,সালমান চৌধুরী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন,পল্লীবিদ্যুতে ডিজিএম আলীবর্দী খান সুজন প্রমূখ।
Leave a Reply