কানাইঘাট প্রতিনিধি::জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৪ মার্চ কানাইঘাটে ম্যারাথন (দৌড়) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় কানাইঘাটে আগামী ৪ মার্চ উৎসব মুখর পরিবেশে ম্যারাথন সফলের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্তের মধ্যে ৪ মার্চ সকাল ৮টায় উপজেলা প্রশাসন চত্তরে সবাইকে জমায়েত হয়ে সেখান থেকে নির্ধারিত ৫ কিলোমিটার পর্যন্ত ম্যারাথনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ম্যারাথনে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুধিজন, পেশাজীবি, ছাত্র, শিক্ষদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। যারা ম্যারাথনে অংশ গ্রহন করবেন তাদেরকে ঢাকা ম্যারাথন ডটকম বিডি লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, সিলেট জালালাবাদ ক্যান্টমেন্টের সেনা কর্মকর্তা ক্যাপ্টেইন মায়রুফ, কানাইঘাট সরকারি কলেজের উপাধক্ষ্য লোকমান হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম, আনছার ভিডিপি কর্মকর্তা মাজহারুল ইসলাম, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দীঘিরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন,
বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মামুন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিরা।
Leave a Reply