ছনি চৌধুরী::নবীগঞ্জ–বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ভাষা আন্দোলন,মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন সফলতা এসেছে। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ শোধ করার মতো নয়, যতদিন বাংলাদেশ বেচে থাকবে ততদিন ভাষা শহীদদের মানুষ স্বচ্ছত্ব চিত্বে শ্রদ্ধার সাথে স্বরণ করবে। ভাষা আন্দোলন ও স্বাধীনতার সাথে আমার পরিবার প্রত্যক্ষভাবে জড়িত। সিলেটে আমার বাবার মাধ্যমেই মুক্তিযোদ্ধা সংগঠিত হয়। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আমার নবীগঞ্জ-বাহুবলের জনগণ সংসদে পাঠিয়েছেন,আমি নবীগঞ্জ-বাহুবল নিয়ে কাজ করে যেতে চাই। এই এলাকা নিয়ে আমার অনেক স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। সকলের সহযোগীতার মাধ্যমে আমি নবীগঞ্জ-বাহুবলকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলতে চাই। গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ পৌরসভার কর্তৃক নব-নির্মিত নবীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, প্যানেল মেয়র(১) এটিএম সালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গতি গবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,রিজভী আহমদ খালেদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা,প্যানেল মেয়র(২) বাবুল দাশ, প্যানেল মেয়র(৩) পারজানা আক্তার পারুল, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন,কবির মিয়া,আব্দুস সালাম, সুন্দর আলী, প্রানেশ দেব, জাকির আহমেদ, জাহেদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, পৌর সচিব গোলাম আজম,প্রকৌশলী ববি মজুমদার, প্রমুখ।
Leave a Reply