জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে জেগে উঠার প্রত্যয় নিয়ে ক্রীড়ার মাধ্যমেই বাংলাদেশকে বিশ্বে তুলে আনতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) আয়োজন। এ টুর্নামেন্টএ সুনামগঞ্জ জেলা পর্যায়ের বাছাই পর্বে জগন্নাথপুর উপজেলা ফুটবল দল ছাতককে হারিয়ে ফাইনালে উঠেছে।
গতকাল বৃহ:বাব সুনামগঞ্জ জেলা ফুটবল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭)এর জেলার বাছাই পর্বে ছাতক উপজেলা ফুটবল দলকে ৩-১ গোলে হারিয়ে জগন্নাথপুর উপজেলা ফুটবল দল ফাইনালে উঠেছে।খেলায় জগন্নাথপুর উপজেলা ফুটবল দল এর ম্যানেজারের দায়িত্বপালন করেন জগন্নাথপুর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ও দলীয় কোচের দায়িত্ব পালন করেন বাফুফে কোচ রুহুল আমীন রাহুল। সুনামগঞ্জ জেলা ফুটবল স্টেডিয়ামে আগামী শনিবার ২২ সেপ্টেম্বর দিরাই ফুটবল দলের সাথে জগন্নাথপুর উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে।
এদিকে জগন্নাথপুর উপজেলা ফুটবল দল ফাইনালে উঠায় উপজেলায় আনন্দের বন্যা বইছে বিভিন্ন ক্রিড়ামোদী সংগঠন অভিনন্দন জানিয়েছে। এক অভিনন্দন বার্তায় রানীগঞ্জ স্পোর্টি ক্লাব জানায়, বাফুফে কোচ রুহুল আমীন রাহুলের মত শিক্ষক থাকলে জগন্নাথপুর উপজেলায় ফুটবল আর সামনে এগিয়ে যাবে। কেননা আমরা রানীগঞ্জ স্পোর্টি ক্লাব উনার শিক্ষায় উপজেলা পর্যায়ে ২য় হয়েছিলাম। উনার মত ব্যক্তি ও উপজেলা ক্রিড়া সংস্থা সহ সকল ক্রিড়ামোদী সংগঠন,ভাই-বন্ধুগন এগিয়ে আসলে জগন্নাথপুর উপজেলা থেকে আগামী দিনে জাতীয় দলে জগন্নাথপুরের ফুটবলার খেলবে।
Leave a Reply