কানাইঘাট প্রতিনিধি ঃ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯০ তম জন্মদিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দরিদ্র, অসহায়, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের সভাপতিত্বে ও কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী, খাদিজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অতিরিক্ত কর্মকর্তা সৌমিত্র কর্মকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস। বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী কবির আহমদ। নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান তার বক্তব্যে বলেন, শোকাবহ আগস্ট মাসে রাষ্ট্রীয় ভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মদিবস উদ্যাপিত হচ্ছে। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে মহিসীনি নারী বঙ্গমাতা ফজিলাতুন নেছা তার প্রতিটি কাজে ছায়ারমতো সহযোগিতা করেছিলেন। বঙ্গমাতার এ ত্যাগ তিতীক্ষা অবদান জাতির সব-সময় স্মরণ রাখবে ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক হিসেবে তিনি এ দেশের মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ৬ জন নারীকে সরকারি ভাবে উন্নতমানের সেলাই মেশিন বিতরণ করা হয় এবং ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
Leave a Reply