মতিউর রহমান মুন্না :: আবারো নতুন মৌলিক গান নিয়ে হাজির হলেন গানের পাখি লায়লা। দর্শক-শ্রোতা ও ভক্ত-অনুরাগীদের জন্য ক্লোজআপ ওয়ান সেরা তারকা সুলতানা ইয়াসমিন লায়লার এবারের উপহার ‘বন্ধু তোমার নিঠুর খেলা’ শিরোনামের গান। গানটি শনিবার ‘লায়লা অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে রিলিজ হয়। গানের গীতিকার ও সুরকারঃ স্বপন আহমেদ। মিউজিকঃ এ এইচ জীবন।
গানটির ইউটিউব লিংক- https://youtu.be/UEfDjQJGXKQ ।
এর আগেও লায়লার বেশ কয়েকটি মৌলিক গান বিভিন্ন চ্যানেলে রিলিজ হয়। গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় এবং সুরের মূর্ছনায় সঙ্গীত প্রেমীদের বিমোহিত করেন লায়লা ।
উল্লেখ্য, লায়লা মূলত লোক গানের শিল্পী। ফকির লালন সাঁইজির গান পরিবেশনে পারদর্শী তিনি। বাংলাদেশ বেতারে এবং বাংলাদেশ টেলিভিশনে লালনের গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত আছেন। ২০১৬ সালে তার প্রথম একক অডিও অ্যালবাম ‘আমার কুঞ্জে’ প্রকাশিত হয়। ২০১২ সালে ক্লোজআপ-১ চ্যাম্পিয়ন হন সুলতানা ইয়াসমিন লায়লা।
Leave a Reply