নবীগঞ্জ প্রতিনিধিঃ– নবীগঞ্জের তরুণ সাংবাদিক বুলবুল আহমেদকে বাংলাদেশ প্রেসক্লাব এর পক্ষ থেকে বৃহস্পতিবার বিকাল ৪টার সময় মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ রুমান আহমেদ ও সিনিয়র সহ সভাপতি তাজুদুর রহমান বালাদেশ প্রেসক্লাবের লগো সম্ভলিত ১টি ট্রী সার্ট সহ কিছু উপহার সামগ্রী দেওয়া দেন। যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ সংবাদ পেয়ে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি পূর্ব বাজারস্থ মিঠাপুর আনন্দ মাঠ সংলগ্ন মায়াবী সংগীতালয় একাডেমীতে কাওয়ালী শিল্পী আনহার মিয়ার আয়োজনে ও কোষদক্ষ মোঃ লিটন মিয়ার পরিচালায় বক্তব্য রাখেন, প্যাডিস আলাল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, জেক, ফয়ছল আহমদ ও প্রচার সম্পাদনা সামছুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে আনন্দ উল্লাস করে একে অপরকে মিষ্টিমূখ করানো হয়।
Leave a Reply