মশিউর রহমান মাসুম, বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে দুরপাল্লার বাসের সঙ্গে ট্রাকের মুখোমূখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ট্রাকের চালক ও তিন জন বাসের যাত্রী। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে প্রায় ৪ ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর উদ্ধার কাজ শেষ করে যানচলাচল স্বাভাবিক করে। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে থেকে আহতদের মধ্যে ১৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ নিহতদের মধ্যে ট্রাক চালক কামরুল ইসলাম ও বিপিন পোদ্দার নামে দুইজনের নাম জানিয়ছেন।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহাদাত হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমূখি সংঘর্ষ হয়। এতে টুঙ্গিপাড়া পরিবহনের ৩ যাত্রী ও ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন।
Leave a Reply