বাগেরহাট সংবাদদাতা:বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিদিনের ন্যায় মা বাবার মধ্যখানে ঘুমিয়ে ছিলো ১৭ মাসের নবজাতক শিশু সোহানা। কিন্ত রাতের যে কোন এক সময় ঘুমন্ত মা বাবার কুল থেকে চুরি হয়ে যায় শিশুটি। গাবতলা গ্রামের জেলে সুজন খান ও শান্তা আক্তার দম্পতির এক মাত্র সন্তান সোহানা আক্তার।
একমাত্র আদরের সন্তানটি চুরি হয়ে যাওয়ায় মা বাবা এখন পাগল প্রায়।চুরির ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ নভেম্বর) রাতের কোন এক সময়।
সুজন খান ও শান্তা আক্তার জানান, রবিবার রাতেখাবার খেয়ে ঘরের আলো বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। সোহানা তাদেও দুই জনের মাঝখানে ঘুমিয়ে ছিল। রাতে কয়েকবার দুধও খেয়েছে সে। রাত ২টার দিকে উঠে দেখেন তাদের মেয়ে সোহানা পাশে নেই। তার বালিশ মেঝেতে পড়ে আছে। এর পরেই তারাচিৎকার দেন। তাদের চিৎকাওে বাড়ির সবাই ছুটে আসেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে খোয়া যাওয়া নবজাতক সোহানাকে উদ্ধার করতে আমরা অভিযান শুরু করেছি।নবজাতকে সন্ধান পেতে সর্বোচ্চ চেষ্টা করছি।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, নবজাতক চুরির খবরা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। পুলিশসহ বিভিন্ন মাধ্যমে পক্ষ থেকে নবজাতকটিকে খোজার চেষ্টা করছে।
Leave a Reply