বাগেরহাট প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী শেখ রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে প্রতিটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার জুম্মাবাদ বাগেরহাট শহরের কোর্ট মসজিদে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিজাউল করিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার প্রমূখ। এছাড়া গনমান্য ব্যক্তিবর্গ দোয়া ও মোনাজাতে অংশ গ্রহন করেন।
অপরদিগে মোরেলগঞ্জে বাদজুমা টাউন জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র এস.এম মনিরুল হক তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক. যুবলীগ উপজেলা যুগ্ম আহবায়ক তাজিনুর রহমান পলাশ. কাউন্সিলর মো. মহিদুল ইসলাম, আজিজুল ইসলাম মিলন, মো. হাসানুজ্জামা বাবু .মো. শহিদুল ইসলাম খান প্রমুখ। মরহুমার আত্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া শেষে শিরনী বিতরণ করা হয়।
এছাড়া জেলার তিনটি পৌরসভা ও নয় উপজেলার সকল মসজিদে একযোগে জুম্মাবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য,গত১৬ নভেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসের ইন্তেকাল করেন।
Leave a Reply