হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খানকে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের মক্রমপুর নাগরিক কমিটির উদ্যোগেরবিবার বিকেলে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথিও ছিলেন এমপি মজিদ খান। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা তাজুল ইসলাম লিটনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, সাবেক চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজিদ আলী তালুকদার, সহ সভাপতি নুর মিয়া তালুকদার, আলা উদ্দিন সর্দার, চেনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখঞ্জী, মক্রমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুর রউফ প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচিত হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বানিয়াচং- আজমিরীগঞ্জে স্বাধীনতার পর সর্বোচ্চ উন্নয়ন করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো পাশাপাশি অন্যান্য অতিথিদেরকেও ক্রেস্ট দেয়া হয়।
Leave a Reply