হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের ইকরামে গণধর্ষণ মামলার আসামী হান্নান মিয়া (১৮)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত হান্নান মিয়া উত্তর সাঙ্গর গ্রামের আজমান মিয়া ছেলে। শনিবার সন্ধ্যায় পিবিআইর পুলিশ পরিদর্শন মুকতাদীর হোসেন (পিপিএম) নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ জেলার শাল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পিবিআই সূত্র জানায়, ২০১৯ সালের ২১ জুলাই উত্তর সাঙ্গর বাজার থেকে ইকরাম গ্রামের ৩সন্তানের এক জননীকে গ্রেফতারকৃত হান্নান মিয়াসহ তার সহযোগিরা জোর পূর্বক অপহরণ করে নৌকা দিয়ে হাওরে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের দৃশ্যটি মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে। পরবর্তীতে যাতে ওই মহিলাকে আবারও ধর্ষণ করতে পারে। ধর্ষিতা প্রথমে লজ্জা শরমে এ বিষয়টি কারো কাছে খুলে বলেনি। পরবর্তীতে গ্রেফতারকৃত হান্নান মিয়া ভিডিও ক্লিপটি ইন্টানেটে আপলোড করে। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনার ৪ দিন পর ধর্ষিতা বাদী মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে পুলিশ নৌকার মাঝি আলাউদ্দিনকে গ্রেফতার করে। পরবর্তীতে আদালতে আলাউদ্দিন ঘটনার সাথে জড়িত বলে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রধান করে। আলাউদ্দিনের স্বীকারোক্তির পর পুলিশ অভিযান চালিয়ে হান্নানের দোকান থেকে ভিডিও ক্লিপটি উদ্ধার করে। এ সময় পুলিশ হান্নানকে গ্রেফতার করতে পারেনি। পরবর্তীতে আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়। পিবিআই তদন্তকারী কর্মকর্তা মুকতাদীর হোসেন দীর্ঘদিন ধরে মামলাটি তদন্ত করে প্রকৃত আসামীদের চিহ্নিত করেন এবং সর্বশেষ শনিবার রাত হান্নান মিয়াকে শাল্লা এলাকা থেকে গ্রেফতার করে।
Leave a Reply