ডেস্ক রিপোর্ট ::বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট সাংবাদিক, কবি, ছড়াকার মহিউদ্দিন শীরুর ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও বাদ জোহর কলেজ সংলগ্ন ডিএন সরকারি উচ্চবিদ্যালয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. ফয়জুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক পার্থ সারথী চৌধূরী, অধ্যাপক প্রণয় কুমার পাল, অধ্যাপক বিজয় কৃষ্ণ দেব, অধ্যাপক সাথী রানী দাস, অধ্যাপক মো. আকরাম হোসেন, অধ্যাপক তজম্মুল আলী, অধ্যাপক অশোক রঞ্জন তালুকদার প্রমুখ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেন-অধ্যক্ষ মহি উদ্দিন শীরু ছিলেন মানবতার ফেরিওয়ালা। তিনি প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার বিস্তারে যেমন কাজ করেছেন, তেমনি শিল্প সাহিত্যের প্রসারেও তাঁর ছিল ব্যাপক অবদান। সাংবাদিকতার ক্ষেত্রেও তাঁন অবদান সর্বজননন্দিত। দোয়া মাহফিলে কলেজের শিক্ষক কর্মকতা-কার্মচারী ও ছাত্ররা অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আলী আজগর।
Leave a Reply