হবিগঞ্জ প্রতিনিধি:: বাহুবলের ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা-সিলেট এই লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় কৃষক জমির উল্লাহ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দৌলতপুর ব্রিজের পাশে অবস্থানকালে দেখতে পান মিরপুর থেকে বাহুবলগামী একটি অটোরিক্সা থেকে কে বা কারা একটি বস্তা সড়কের পাশে ফেলে চলে যাচ্ছে। এ সময় তিনি সামনে এগিয়ে গেলে হালকাভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন।
পরে আশপাশের লোকজন ঘটনা স্থলে ছুটে এসে পলিথিন দিয়ে পেঁচানো বস্তাটির মুখ খুলে সদ্য ভূমিষ্ট নবজাতকের লাশ দেখতে পান। খবর পেয়ে বাহুবল মডেল থানার এ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে।
বাহুবল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান সত্যতা নিশ্ছিত করে জানান, নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত রহশ্য উদঘাটন করতে পুলিশ তদন্তে নেমেছে।
Leave a Reply