হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ বাহুবলে মানসিক প্রতিবন্ধি যুবতীকে ধর্ষণের অভিযাগে শাহ আলম (৪৫) ক গ্রেফতার করেছে পুলিশ।
সামবার সকাল ৯টায় উপজেলার নোয়াঐ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ আলম নোয়াঐ গ্রামের কছির মিয়ার পুত্র।
রবিবার রাত ৮টায় ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ষিতার পিতা বাদী হয়ে বাহুবল মডেল থানায় মামলা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াঐ গ্রামের জনৈক যুবতি কিছুটা মানসিক প্রতিবন্ধি। স স্বাভাবিক কথা বার্তা বলতে পারলেও সবার অগোচরে সুযোগ পেয়ে বাড়ি থেকে এদিক সেদিক চলে যায়।
ঘটনার দিন অর্থাৎ রবিবার সন্ধ্যা ৬টায় সবার অগোচরে বাড়ি থেকে সে চলে যায়।
বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাকে খোঁজাখুজি শুরু করেন। বাড়ির আশপাশ ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।
এদিক, রবিবার রাত ৮টার দিকে নোয়াঐ মুন্সি বাজার এলাকায় ভিকটিম যুবতিকে একা পেয়ে শীতবস্ত্র ক্রয় করে দব বল ফুসলিয়ে নোয়াঐ গ্রামের কছির মিয়ার পুত্র শাহ আলম (৪৫) তার টমটম গাড়িতে তুলে নেয়। পরে তাকে দিগোম্বর বাজারে জনৈক আব্দুল কাদিরের সীমক্ষেতে নিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখ চলে যায়।
খবর পেয়ে ভিকটিমের পরিবার তাকে উদ্ধার করে বাহুবল উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, মানসিক প্রতিবন্ধি যুবতিকে ধর্ষণের অভিযাগে দায়ের করা মামলার পরিপ্রক্ষিতে অভিযুক্ত শাহ আলমকে গ্রেফতার করত সক্ষম হয়েছি। তাকে সোমবার বিকলে আদালতের মাধ্যম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে ভিকটিম যুবতিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত শাহ আলমের সহযাগীদের গ্রেফতার অভিযান চলছে।
Leave a Reply