হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। নিহতদের নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী ও চালক। নিহতদের মধ্যে চালক পুরুষ অজ্ঞাত (২৫) ও যাত্রী অজ্ঞাত নারী (৩৫), অজ্ঞাত নারী (২২)।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক।
তিনি জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার আব্দানারায়ন নামকস্থানে সিলেটগামী প্রাইভেটকারের সাথে যাত্রীবাহী বাসের সংর্ঘষ হয়। এতে তিনজন মারা যায়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুই নারী গামের্ন্টস শ্রমিক হবে। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছেন
Leave a Reply