ডেস্ক রিপোর্ট ::এক সময় আমাদের ঘর-বাড়ির অবিচ্ছেদ্য অংশ ছিল বাঁশ ও বেত দিয়ে তৈরী চেয়ার, মুরা, ঝুড়ি, দোলনা ইত্যাদি। গ্রামের ছোট্ট বাড়ি হোক বা শহরের আঙিনা,এই জিনিসগুলো ছিল শৌখিন ও ব্যবহারিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। তবে আজকের দৃশ্য ভিন্ন। প্রযুক্তির ছোঁয়ায় মানুষ ঝুঁকছে প্লাস্টিকের সস্তা, হালকা ও রঙিন পণ্যের দিকে।
প্লাস্টিকের জিনিস সহজলভ্য হলেও, তা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিপরীতে বাঁশ ও বেত প্রাকৃতিক, টেকসই এবং পরিবেশবান্ধব। এগুলো তৈরিতে প্রয়োজন হয় কুশলী শিল্পীর দক্ষ হাতের ছোঁয়া, যা প্রতিটি পণ্যে এনে দেয় একটি স্বতন্ত্র সৌন্দর্য ও ঐতিহ্যের ছাপ।
দুঃখজনক হলেও সত্য, বর্তমানে এই শিল্পের সাথে জড়িত অনেক কারিগর বাধ্য হয়ে পেশা পরিবর্তন করছেন। কারণ, ক্রেতার অভাব এবং বাজারে প্রতিযোগিতামূলক দাম না পাওয়ায় তারা টিকে থাকতে পারছেন না।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন সচেতনতা ও উদ্যোগ। সরকার, উদ্যোক্তা ও সাধারণ মানুষ যদি এই প্রাকৃতিক শিল্পকে গুরুত্ব দেয়, তাহলে আবার প্রাণ ফিরে পেতে পারে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য। বাঁশ ও বেতের তৈরি পণ্য শুধু একটা ব্যবহার্য বস্তু নয়, এটা আমাদের সাংস্কৃতিক পরিচয়ও।
তাই এখনই সময়, আধুনিকতার পাশাপাশি আমাদের শিকড়ের দিকেও ফিরে তাকানো। নয়তো খুব শিগগিরই হারিয়ে যাবে এক অনন্য শিল্প, যা ছিল এক সময় আমাদের গর্বের অংশ।
Leave a Reply