-
- জাতীয়
- নবীগঞ্জে দুই সিএনজি মুখোঁমুখি সংঘর্ষে আহত ১০
- আপডেট টাইম : September, 12, 2020, 2:41 pm
- 327 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের নিকটে সিএনজি ( অটোরিক্সা) মুখোঁমুখি সংঘর্ষে উভয় গাড়ীতে থকা চালকসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন।
আহতরা হলেন আউশকান্দি জেআইসি স্যুট লিমিটেড এর গার্মেন্টকর্মী উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের তাছলিমা বেগম(১৮),আকলিমা বেগম(১৭), রানী বেগম(১৫), রীনা বেগম(২০), লালাপুর গ্রামের রেশমি বেগম (২১) ও গাড়ী চালক প্রজাতপুর গ্রামের সাদ্দাম হোসেন(৩০)।
এদিকে অপর সিএনজিতে থাকা আহত ৪ জনের মধ্য ১ জনকে তা পা ভেঙ্গে যাওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল শনিবার সন্ধা সাড়ে ৭ টার সময় উল্লেখিত আহতরা আউশকান্দি জআইসি স্যুট লিমিটেডের গার্মেন্টস শ্রমিকরা একটি সিএনজি (অটোরিকশা) যোগে ইনাতগঞ্জ যাচ্ছিলেন। দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের নিকটে এসে পৌছলে অপরদিক থেকে আসা সৈয়দপুরগামী একটি সিএনজির সাথে মুখোঁমুখি সংঘর্ষে হয়। এতে উল্লেখিত যাত্রী আহত হন।
আহত গার্মেন্টস শ্রমিকদের ইনাতগঞ্জে চিকিৎসা দেয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply