-
- জাতীয়
- বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মিরন আর নেই
- আপডেট টাইম : February, 5, 2019, 4:36 pm
- 471 বার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার তাজমাতাবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মিরন (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
সোমবার সকাল সাড়ে ১১টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পড়লে পরিবারের লোকজন আবুল কালাম মিরনকে নোয়াখালী জেলা শহর মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তিযোদ্ধা আবুল কালাম মিরন নোয়াখালী পৌরসভার ৭নং ওয়ার্ড তাজমহাতাবপুর গ্রামের মৃত হাজী আজহার মিয়ার ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়ির প্রাঙ্গণে নামাজে যানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply