-
- জাতীয়
- বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু আর নেই
- আপডেট টাইম : February, 24, 2021, 2:24 pm
- 332 বার
সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন । ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
বুধবার দুপুুর তিনটায় সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে উনার বয়স ছিল ( ৭০) বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে,ভাই, বোনসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।
মহান মুক্তিযুদ্ধে জীবনবাজি রাখা বাঙালি গুপ্তচর, বীর মুক্তিযোদ্ধা ও হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি, মুক্তিযুদ্ধ গবেষক-লেখক, সাংবাদিক, কলামিস্ট, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক ছিলেন। বজলুল মজিদ চৌধুরী খসরুর গ্রামের বাড়ি জেলার দোয়ারা বাজার উপজেলায়।
পারিবারিক সূত্রে, বুধবার দুপুরে শারীরিকভাবে অসুস্থবোধ করলে বজলুল মজিদ খসরু কে আত্নীয়স্বজনরা তাৎক্ষণিক চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালেই তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে শহরের বিশিষ্টজন বজলুল মজিদ খসরুর মৃত্যুর খবর পেয়ে তারঁ বাসায় নানা পেশার মানুষ ভীড় জমাচ্ছেন। এ নিউজ লিখা পর্যন্ত বিশিষ্ট আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরুর জানাজার সময় এখনও নির্ধারণ হয়নি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply