বৈচিত্র্যময় সিলেট” পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হলেন গৌছুজ্জামান চৌধুরী

ডেস্ক নিউজ :: সিলেট থেকে প্রকাশিত পাঠকনন্দিত ও জনপ্রিয় পত্রিকা “বৈচিত্র্যময় সিলেট”-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের সন্তান এম গৌছুজ্জামান চৌধুরী। সম্প্রতি আইডি কার্ড গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।

নতুন দায়িত্ব পেয়ে তিনি অনুভূতি প্রকাশ করে বলেন,
“পেশাগত দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। একটি দায়িত্বশীল, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও পাঠকের আস্থা অর্জন করতে চাই।”

তিনি আরও বলেন,আমাকে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব আবুল কাশেম রুমনসহ ‘বৈচিত্র্যময় সিলেট’ পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, এম গৌছুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে নিবেদিত রয়েছেন। তার অভিজ্ঞতা ও নিষ্ঠা পত্রিকার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন পত্রিকার সম্পাদকমণ্ডলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা