মোহাম্মদ গোলাম কিবরিয়া, লন্ডন: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ২১,৩৩১ জন আক্রান্ত হয়েছেন। যা গত কালের চেয়ে প্রায় ২৫০০ জন বেশি। এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ২৪১ জনের। যা গত ৫ জনের পর সর্বাধিক। গতকাল সোমবার ছিলো ৮০ জন, রবিবার ছিলো ৬৭ জন, শনিবার ছিলো ১৫০ জন, শুক্রবার ছিলো ১৩৬ জন। মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৯৬৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৩৩১জন। গতকাল সোমবার ছিলো ১৮,৮০৪ জন, রবিবার ছিলো ১৬,৯৮২ জন, শনিবার ছিলো ১৬,১৭১ জন, শুক্রবার ছিলো ১৫,৬৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬২ হাজার ৫৪২ জন। (সূত্র দ্যা সান)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ১৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৩৪ জন, ওয়েলসে ১০ জন, স্কটল্যান্ডে ১৫ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ২ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।
Leave a Reply