আশাহীদ আলী আশা:: নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বড় ভাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী হাজী মোঃ আলতাব উদ্দীন। মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃপেশ চন্দ্র দাশ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় মেম্বার এহিয়া মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য আলী হাছান লিটন ও মোঃ বুরহান উদ্দীন। এতে আরো বক্তব্য রাখেন, শিক্ষক মতিউর রহমান রাহিয়া, অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক রিন্টু লাল দাশ, বরুণ কান্তি দাশ, মৃণাল কান্তি দাশ ও জবা রাণী দাশ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন ভাকৈর গ্রামের মুরুব্বীয়ান, যুব সমাজের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থী। প্রধান অতিথির বক্তব্যকালে বড় ভাকৈর গ্রামের সন্তান, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সহ-সভাপতি হাজী মোঃ আলতাব উদ্দীন বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষ্যৎ। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের গ্রামের জন্য গৌরব বয়ে আনবে। সরকারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেন। তিনি আরো বলেন, ভাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা সর্বদা অব্যাহত থাকবে। এলাকার উন্নয়নে আমি আন্তরিকতার সহিত কাছ করে যাব। এ সময় তিনি ২০১৯ সালেন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ছাত্র-ছাত্রীদের টিফিন বিতরণ করেন।
Leave a Reply