হবিগঞ্জ প্রতিনিধি॥ ভারতের সীদাই সীমান্তে দুই বাংলাদেশী যুবককে আটক করেছে বিএসএফ।
মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল এগারটায় এই তথ্য নিশ্চিত করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল এম. জাহিদুর রশিদ।
আটকরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আবু মিয়ার ছেলে ইদন মিয়া (৩০) ও একই গ্রামের ধনু মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)।
লেফট্যানেন্ট কর্ণেল এম. জাহিদুর রশিদ বলেন, সোমবার (১৬ এপ্রিল) গভীর রাতে ওই দুই যুবক বাংলাদেশ থেকে অবৈধভাবে কাপড় নিয়ে পাচারের জন্য ভারতে যায়। এ সময় ভারতের সীদাই সিমান্তে টহলরত বিএসএফ’র সদস্যরা তাদেরকে আটক করে।
তিনি আরো জানান, বিজিবি’র সাথে বিএসএফ এর কথা হয়েছে। তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশী আইনে শাস্তি নিশ্চিতের চেষ্টাও চলছে।
Leave a Reply