ভৈরবে আওয়ামীলীগের অর্থায়নে লকডাউনে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

১১জুলাই, জামাল আহমেদ,ভৈরব প্রতিনিধি ॥

ভৈরবের করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে কর্মহীন রেলওয়ে স্টেশনে শ্রমজীবি হকার্স , অসহায় শতাধিক হত- দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল,ডাল, আলু তেল বিতরণ করা হয়। ১১ জুলাই রবিবার বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ, নির্বাহী সদস্য মোঃ কবিরুজ্জামান রুমান, সাবেক ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আসাদুজ্জামান (জামান)পৌর আওয়ামী লীগের শ্রম কল্যাণ সম্পাদক আসিফ উদ্দৌল্লা আবু, পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এ কে এম নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আহাম্মদ মিয়া, উপজেলা যুবলীগের নির্বাহী সদস্য আরিফুদুল্লাহ আবু, সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদের নিজস্ব অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের জন্য আমাদের ক্ষুদ্র এ আয়োজন পর্যায়ক্রমে এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এবং জনগণকে বাড়িতে নিরাপদে থাকার আহবান জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা