জামাল আহমেদ ভৈরব প্রতিনিধি:: কিশোরগঞ্জের ভৈরবে নতুন করে একজন নারী ও পুরুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।বৃহস্পতিবার (১৬ এপ্রিল)সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ। নতুন ২ জন নিয়ে ভৈরবে মোট করোনা আক্রান্ত হয়েছে ৫ জন। তথ্যমতে জানা যায় গত ১০ এপ্রিল প্রথম করোনা ধরা পড়ে ভৈরব থানা পুলিশের ১ উপ-পরিদর্শক । এর পর ১জন ফার্মেসী মালিকের পর আবার ধরা পড়েছে পুলিশের উপ-পরিদর্শক। বুধবার পুর্ব রোগীর সংস্পর্শে আসা ৭ জনের নমুনা পরীক্ষা করা হলে বৃহস্পতিবার আরো ২জন, একজন নারী একজন পুরুষ এর রিপোর্ট পজেটিভ আসে। ডাঃবুলবুল আহমেদ জানান নতুন ২ জন প্রথম ও দ্বিতীয় রোগীর সংস্পর্শে এসেছিলেন ও হোম কোয়ারান্টাইনে ছিলেন। গতকাল বুধবার পুর্ব রোগীর সংস্পর্শে আসা ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে এ দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে।আক্রান্তের ঘটনায় গণবিজ্ঞপ্তি জারি করে আক্রান্ত ব্যাক্তি যে সকল স্থানে যাতায়াত করেছেন সেসকল স্থানে লাল পতাকা দ্বারা চিহ্নিত করে চলাচল সিমীত করেছে উপজেলা প্রশাসন।
Leave a Reply