জামাল আহমেদ,ভৈরব ( কিশোরগঞ্জ)প্রতিনিধি ॥ ভৈরবে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের চোর ও ছিনতাইকারী সহ ৩ জনকে গেস্খফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামের মুসলিম মিয়ার পুত্র ছিনতাইকারী রুমান (১৬), পঞ্চবটি গ্রামের কফিলউদ্দিনের পুত্র আরমান (২৭) ও আহমদ মিয়ার পুত্র মোঃ নুওে আলম (৪৬) । গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায় শুক্রবার গভীর রাতে উপজেলার সামনে থেকে লুন্দিয়া যাওয়ার জন্য চালক আমির হোসেনের অটোরিক্সা ভাড়া কওে রুমান ও তার ২ সহযোগী । পরে রাত ৯ টার দিকে অটোরিক্সা চালিয়ে শিমুলকান্দি ইউনিয়নের ছোট রাজাকাটা কবরস্থানের সামনে পৌছলে যাত্রীবেশী রুমান ও তার ২ সহযোগী ধারালো অস্ত্রের মুখে চালক আমির হোসেনকে জিম্মি করে অটোরিক্সা ছিনতাই করার চেষ্টা করে। এ সময় চালকের চিৎকার করলে স্থানীয় লোকজন এসে রুমানকে আটক করে । এ সময় তার ২ সহযোগী পালিয়ে যায় । পরে তাদেরকে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে । এছাড়া গত ১৭ অক্টোবর দুপুরে পঞ্চবটি নতুন রাস্তা থেকে পার্কিং করা অটোরিক্সা চুরির মামলায় নুরে আলম ও আরমান কে রাতে শহরের চন্ডিবের গ্রাম থেকে গ্রেফতার করে উপ-পরিদর্শক গৌতম চন্দ্র দাস । এ বিষয়ে ভৈরব থানার ওসি মোঃ শাহিন সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের ঘটনায় চালক আমির বাদী হয়ে মামলা দায়ের করেছে ।
Leave a Reply