জামাল মিয়া,ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥ “ মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।। স্থানীয় মৎস্য অফিসের আয়োজনে আজ বুধবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো ঃ লতিফুর রহমান তার কার্যালয়ে এ সংবাদ সন্মেলন করেন। সংবাদ সন্মেলনে লতিকফুর রহমান বলেন,প্রাকৃতির উৎসের মাছ উৎপাদনে বাংলাদেশ এক ধাপ এগিয়ে তৃতীয় অবস্থানে উন্নীত হয়েছে। গত ৯ জুলাই ২০১৮ ইং প্রকাশিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরো বলেন, এ বছর উপজেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে। আগামী ২১ জুলাই রোববার ভৈরবে প্রথম বারের মত মৎস মেলার আয়োজন , মাছের পোনা অবমুক্তকরণ, মৎস বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও আলোচনার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্টানের পাশাপাশি মৎস সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন ,মৎস বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন স্কুল কলেজে মৎস চাষ বিষয়ক আলোচনা ও প্রামান্য চিত্র পদর্শন , হাট বাজার বা জনবহুল স্থানে মৎস চাষ বিষয়ক উদ্বোদ্ধকরণ সভা ও ভিডিও /প্রামান্য চিত্র প্রদর্শন এবং সমাপনী অনুষ্টানে পুরস্কার বিতরণ করা হবে।
Leave a Reply