-
- জাতীয়
- ভৈরবে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতিসভা
- আপডেট টাইম : August, 9, 2020, 1:45 pm
- 320 বার
জামাল আহমেদ ,ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥জাতির জনক বঙ্গ-বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভৈরবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে উপজেলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ,ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ,এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মানোয়ারা বেগম,উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর,উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ও ভৈরব প্রেসক্লাবে সাবেক সভাপতি জাকির হোসেন কাজল উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ প্রমূখ ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply