মোঃ জামাল মিয়া ভৈরব প্রতিনিধি ॥ দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে ভৈরবে পালিত হলো বাঙ্গালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ-১৪২৬ বঙ্গাব্দ। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৮টায় বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব শাখার আয়োজনে একটি বর্ণাট্য র্যালি বের করা হয়। এছাড়াও একই সময়ে বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ি ও ঘোড়া নিয়ে র্যালি বের করেন স্থানীয় উপজেলা প্রশাসন। র্যালি শেষে উপজেলা চত্বরের কড়ই তলায় ভৈরব শিল্পকলা পরিষদ ও উপজেলা প্রসাশনের যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সায়দুল্লাহ মিয়াসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও লাখো মানুষের ভরি জমেছে ভৈরবের মেঘনা নদীর ত্রী-সেতু এলাকায়। বাংলা নববর্ষ বরণের আনন্দকে ভাগাভাগি করে নিতে নরসিংদী, ব্রাক্ষ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সী নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে ভৈরবের এই একমাত্র বিনোদন কেন্দ্রটি। আর এই দিনে বাড়তি রোজগারের আসায় মেলায় মাটির তৈরি বিভিন্ন সামগ্রীসহ বিন্নি ধানের খৈ, মুন্ডা-মিঠাই ও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পন্য সামগ্রী ও বাচ্চাদের আকর্ষনীয় খেলনার শতাধীক স্টল নিয়ে বসেন দোকানিরা। আর এসব দোকানে উপচেপড়া ভীর জমে মেলায় আগত দর্শনার্থীদের। এছাড়াও মেলায় ব্লাড ডোনেশন বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এদিকে সকাল থেকে বিকেল পাচঁটা পর্যন্ত চলমান এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষার্থে বিপুল সংখ্যক র্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিয়োজিত ছিলেন।
Leave a Reply