জামাল মিয়া,ভৈরব প্রতিনিধি::শনিবার (৫ মে) বিকালে ভৈরবে নাতিকে ট্রেনে উঠাতে এসে দাদি আছিয়া বেগম (৫৫) ট্রেনের নীচে কাটা পড়ে মার্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত আছিয়া বেগম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর জঙ্গলপুর গ্রামের উদা মোল্লার স্ত্রী বলে জানা গেছে । নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করেছে ।
পুলিশ জানায় শনিবার দুপুরে নিহত আছিয়া বেগম তার নাতি সুমন কে নিয়ে ভৈরব রেলষ্টেশনে আসে । নাতি চট্রগ্রাম যাবে তাই তাকে চট্রলা ট্রেনে উঠানোর জন্য অপেক্ষা করতে থাকে । এরই মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী ট্রেনটি ভৈরব রেলষ্টেশন অতিক্রম করার কালে দাদী ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ।
ভৈরব রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।
Leave a Reply