জামাল মিয়া ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥ ভৈরবে নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এসময় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভৈরবের সূর্য সন্তান সাবেক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের ছবিতেও মাল্যদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগ মনোনীত ভৈরব চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবীর ও সিনিয়র সহসভাপতি হাজী মোশারফ হোসেনসহ নির্বাচিত পরিচালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। পরে ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা মোঃ সুলাইমান, ভৈরব উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ভৈরব চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবীর, ভৈরব পৌর আওয়ামীলীগের সভাপতি এস.এম বাক্বী বিল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে ভৈরব পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভের সঞ্চালনায় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক, সহপ্রচার সম্পাদক মোশারফ হোসেন মুছা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ উদ্দিন, ভৈরব উপজেলা যুবলীগের আহবায়ক অরুন আল আজাদ যুগ্ম আহবায়ক আরমান উল্লাহ সেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুল হেকিম রায়হান পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকত পৌর সেচ্ছাসেবলীগ সভাপতি শামিম আহমেদ খোকন সাধারণ সম্পাদক রাকিব রায়হান প্রমূখ। শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘ
Leave a Reply