২৯ অক্টোবর, জামাল আহমেদ,ভৈরব প্রতিনিধি॥ কিশোরগঞ্জের ভৈরবে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ স্বীকারের দায়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেছে ভ্র্যাম্যমান আদালত । এ সময় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় । পরে আটককৃত জেলেদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্র্যাম্যমান আদালত। এ সময় আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধব্বংস করা হয় । ভৈরব নৌ-থানার উপ-পরিদর্শক রাসেল মিয়া জানান, আজ সকালে ভৈরব নৌ-থানা পুলিশের সহযোগিতায় মেঘনা নদীতে ভ্র্যম্যমান আদালত পরিচালনা করা হয় । এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ স্বীকারের দায়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করে ভ্র্যাম্যমান আদালত । এ সময় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় । পরে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ( ভূমি) হিমাদ্রি খিসা ১০ জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধব্বংস করা হয় ।
Leave a Reply