-
- জাতীয়
- ভৈরবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে শেলাই মেশিন বিতরণ
- আপডেট টাইম : August, 8, 2020, 2:24 pm
- 338 বার
জামাল আহমেদ, ভৈরব প্রতিনিধি ॥ভৈরবে আলোচনা সভা, দোয়া-মাহফিল ও সেলাই মেশিন বিতরণের মধ্যদিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্ম বার্ষিকী উযযাপন করা হয়েছে। “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরব উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়।
শনিবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা, পৌর মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাস, ভৈরব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মানোয়ারা বেগম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন প্রমূখ।
আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী হিসেবে দেশ ও জাতির কল্যাণে মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ত্যাগি ভূমিকা তুলে ধরেন বক্তারা। এছাড়াও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ছয়জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply