জামাল মিয়া, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥“নিরাপদ মানসম্মত পন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে ১৫মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভৈরব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন, পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাছিমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহারিয়ার মেনজিসসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশ নেয়। র্যালি শেষে আলোচনা সভায় ভোক্তা অধিকার আইন সম্পর্কে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে প্রাথমিক ধারনা দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র-শিক্ষক ও অভিবাবকদের শীর্ষক ভূমিকা রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার স্বরুপ নগদ টাকা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
Leave a Reply